দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশজুড়ে করোনা ভাইরাস ছড়াচ্ছে তবলীগ জামাতের সদস্যরা! প্রকাশ্যে এমনই মন্তব্য করে খুন হলেন উত্তরপ্রদেশের এক বাসিন্দা। নিজামুদ্দিনের ঘটনা নিয়েই রবিবার সকালে প্রয়াগরাজের একটি চায়ের দোকানে আর এক খদ্দেরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মৃত যুবক। কথায় কথায় অশান্তির পারদ চড়ে যায় সপ্তমে। আচমকাই নিজামুদ্দিন নিয়ে মন্তব্য করা যুবকের উপর গুলি চালান আর এক ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।
ইতিমধ্যেই আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই এলাকায় যাতে আর অশান্তি না হয় সেজন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ঘটনাস্থল। মৃতের পরিবারের জন্য ৫ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা করেছে যোগী সরকার। উল্লেখ্য, নিজামুদ্দিনকে ‘করোনাভাইরাস হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছে সরকার। প্রায় গোটা এলাকা সিল করে সকলকেই কোয়ারেন্টাইন করা হয়েছে। দেশজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া অনেকেই দক্ষিণ দিল্লির নিজামুদ্দিনে তবলীগ জামাতের ওই অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন বলে অভিযোগ।