দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে ব্যাপক ভাবে আন্দোলন ও বিক্ষোভ শুরু হয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে। এ পর্যন্ত গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে গুলিতে মৃত্যু নিয়ে উত্তরপ্রদেশ পুলিশ বারবারই বলে আসছে যে, বিক্ষোভকারীদের নিজেদের ছোড়া গুলিতেই তাদের মৃত্যু হয়েছে। কিন্তু কানপুরের একটি ভিডিও ক্লিপিংয়ে দেখা গেছে, নাগরিকত্ব আইনের প্রতিবাদকারীদের উপরে পুলিশ গুলি চালাচ্ছে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
শনিবার কানপুরে নতুন করে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধেছিল প্রতিবাদকারীদের। সেই সংঘর্ষের একটি ভিডিওতে দেখা গেছে গুলি চালাচ্ছে পুলিশ। ভিডিওতে পরিষ্কার দেখা গেছে রিভলভার থেকে পুলিশকে গুলি চালাতে। ভিডিওটিতে দেখা গেছে, ওই পুলিশকর্মী সেফটি জ্যাকেট ও হেলমেট পরে রয়েছেন। তাঁর এক হাতে লাঠি ও অন্য হাতে রিভলভার ধরা রয়েছে। তিনি একটি কোনায় চলে যান, সেখান থেকেই গুলি চালান। তবে শনিবারও গুলি চালানোর কথা অস্বীকার করেছিল পুলিশ।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন