Friday, April 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

মন্ত্রীর শরণে আপার প্রাইমারি চাকরীপ্রার্থীরা, দ্রুত পদক্ষেপের দাবি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২০১৪ সাল থেকে আপার প্রাইমারিতে নিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান এখনও না হওয়ায় রীতিমতো হতাশায় ভুগছেন রাজ্যের অসংখ্য চাকরিপ্রার্থী। শনিবার পূর্ব বর্ধমান জেলার আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা এবিষয়ে রাজ্য সরকারের কাছে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জমা দিলেন। এদিন তাঁরা রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের কাছে এই আবেদনপত্র জমা দেন।

চাকরিপ্রার্থীরা বলেন, ২০১৪ সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুসারে ২০১৫ সালের ১৬ আগষ্ট স্কুল সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হয়। ২০১৯ সালে ৪ অক্টোবর এই পরীক্ষার মেধা তালিকা প্রকাশিত হয়। কিন্তু এরপরই একের পর এক মামলার জেরে আপার প্রাইমারিতে চাকরির বিষয়টি কার্যত ঝুলে যায়। এদিন চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, তাঁরা মেধা তালিকায় স্থান পেয়েছেন। এই মামলার এখনও পর্যন্ত হাইকোর্টে ২৪টি শুনানি হলেও সমস্যার কোনও সমাধান হয়নি। ফলে রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী চরম হতাশায় দিন কাটাচ্ছেন। তাই এদিন তাঁরা স্বপনবাবুর মাধ্যমে রাজ্য সরকারের কাছে দ্রুত এই সমস্যার সুষ্ঠু সমাধানের আর্জি জানিয়েছেন।

এবিষয়ে মন্ত্রী জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের আবেদন তিনি রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রীর কাছে পাঠিয়ে দেবেন।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!