দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে মুখ খুললেন আমেরিকান নোবেলজয়ী জোসেফ স্টিগলিতজ। দেশে যেভাবে হিন্দু, মুসলিম সম্প্রদায়কে ভাগ করা হচ্ছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, এর বিরুদ্ধে সরব হয়েছেন এই নোবেল বিজয়ী। তিনি বলেন, এই বিভাজন ভারতকে চিরকালের জন্য দুর্বল করে দেবে।
বাণিজ্য সংস্থা ফিকি আয়োজিত একটি ওয়েবিনারে তিনি বলেন, বিভাজনের রাজনীতি হচ্ছে এই দেশে। ভারতে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের ও হিন্দুদের বিরুদ্ধে মুসলিদের উসকানি দিয়ে ভাগ করার চেষ্টা করছেন মোদী। সমাজকে অবনমিত করার চেষ্টা হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে অর্থনৈতিক গতি খাদের দিকে নেমে যাচ্ছে। এর ফলে ভারত চিরকালের জন্য একটি দুর্বল দেশে পরিণত হতে চলেছে।