Thursday, March 28, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

আয়া সােফিয়ায় পর্যটকদের জনস্রোত! এখন পর্যন্ত মসজিদটি পরিদর্শন করেছেন ১৫ লাখ দর্শনার্থী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আয়া সােফিয়া জাদুঘরকে মসজিদে র‍ূপ দেওয়ার পর এখনও পর্যন্ত ১৫ লাখ দর্শনার্থী মসজিদটি পরিদর্শন করেছেন। ইস্তাম্বুলের মুফতি মাহমুদ আমিন বলেন, সপ্তাহের কর্মদিবসে প্রায় ১৫ হাজার এবং সাপ্তাহিক ছুটির দিনে ২৫৩০ হাজার দর্শনার্থী আয়া সােফিয়ায় আসেন।

অর্থোডক্স খ্রিস্টানদের ক্যাথেড্রাল হিসেবে নির্মিত আয়া সােফিয়া মসজিদে র‍ূপান্তরিত হয় নবম শতকে উসমানীয় বিজয়ের পরে। দেড় হাজার বছরের পুরনো ইউনেস্কোর এই বিশ্ব ঐতিহ্যটি ১৯৩৪ সালে জাদুঘর বলে ঘােষিত হয়েছে। কিন্তু গত জুলাইয়ে আয়া সুফিয়ার জাদুঘরের মর্যাদা বাতিল ঘােষণা করেন একটি তুর্কিশ আদালত।

রায়ে বলা হয়, এই ভবন মসজিদ ছাড়া অন্য কােনো কাজে ব্যবহার সম্ভাব্য বৈধ হবে না। পরে ২৪ জুলাই জুমার নামাজ থেকে সেখানে নিয়মিত নামাজ শুরু হয়। তবে ভবনটি অমুসলিম ও বিদেশি পর্যটকদের জন্যও খােলা রাখা হয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!