দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : ডার্বিশায়ারের বিপক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনের অনুশীলন ম্যাচে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে অধিনায়ক হিসেবে অভিষেক হল উসমান খাজার। প্রথম মুসলিম ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া দলে অভিষেক হয় উসমান খাজার। জাতীয় দলে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার। এখন দলটির অধিনায়কের ভূমিকা পালন করছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজ টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক টিম পেইনকে বিশ্রাম দেয়া হয়েছে। টিম পেইনকে বিশ্রাম দিয়ে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট উসমান খাজাকে নেতৃত্বের গুরুদায়িত্ব দিয়েছে। টিম পেইন দলে না থাকায় তার পরিবর্তে উইকেটকিপারের দায়িত্ব পালন করছেন অ্যালেক্স ক্যারি। জোফরা আর্চারের বাউন্সারে আহত স্টিভ স্মিথ ডার্বিশায়ারের বিপক্ষে খেলছেন। প্রস্তুতি ম্যাচে টিম পেইনসহ বিশ্রাম দেওয়া হয়েছে ওপেনার ডেভিড ওয়ার্নার, নাথন লায়ন, ট্রেভিস হেড, জেমস প্যাটিনসন, জস হ্যাজেলউড ও প্যাট কামিন্সকে।