Wednesday, March 12, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বাড়িতে আসর জমাত পুলিশ, নিজেদের বাঁচাতেই এনকাউন্টার! দাবি বিকাশ দুবের স্ত্রীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ১২ দিন হয়ে গেল পুলিশের এনকাউন্টারে মারা গেছে কানপুরের ত্রাস বিকাশ দুবে। এই ঘটনার পর এবার মুখ খুললেন বিকাশের স্ত্রী রিচা দুবে। উত্তরপ্রদেশ পুলিশের দিকে আঙুল তুলেছেন তিনি।

রিচার দাবি, বিকাশ দুবেকে নিয়ে যে গোটা নাটকীয় পর্ব, তাতে পুলিশ তাঁর স্বামীকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থ বাঁচাতে। কাজ হয়ে যাওয়ার পর এনকাউন্টার করে তাকে শেষ করে দেওয়া হয়েছে।

আরও বিস্ফোরক দাবি করেন রিচা। বলেন, সাম্প্রতিক লকডাউন চলাকালীনও তিনি দেখেছেন, বিকরু গ্রামে তাঁদের বিশাল বাড়িতে মাঝেমাঝেই আসত পুলিশ। রীতিমতো পেটপুরে দু’বেলা খেয়ে যেত। কখনও কখনও সারারাত চলত আসর, বিকাশের বাড়িতেই।

এমন করে এনকাউন্টার করে বিকাশকে মেরে ফেলে পুলিশ নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছে বলেই দাবি রিচার। তাঁর অভিযোগ, বিকাশ বেঁচে থাকলে এমন কিছু জানা যেত, যাতে তার সঙ্গে পুলিশের যোগসাজশ ও লাভের হিসেবও স্পষ্ট হতো।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!