Wednesday, March 12, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

জয়নগরে পানীয় জলের দাবিতে হাঁড়ি-কলসি-বালতি নিয়ে রাস্তা অবরোধ গ্রামবাসীদের

সাকিব হাসান, দৈনিক সমাচার, জয়নগর: দক্ষিণ ২8 পরগনার জেলার জয়নগর থানার পানীয় জলের দাবিতে গ্রামের মহিলারা একত্রিত হয়ে হাঁড়ি কলসি বালতি নিয়ে রাস্তা অবরোধ করে দেখালেন। এই অবরোধের ফলে বন্ধ হয়ে যায় সমস্ত গাড়ি। সোমবার ঘটনাটি ঘটেছে জয়নগর থানার দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের পদ্মেরহাট এলাকায়।

গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় অনেক দিন ধরেই পিএইচই দপ্তরের পাইপ লাইনের জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে এলাকায় থাকা একেরপর এক টিউবয়েল অকেজো হয়ে পড়ছে। ফলে গরম পড়ে যাওয়ায় পানীয় জলের চাহিদা বাড়লেও সেই জল সংগ্রহ করতে দূরে যেতে হচ্ছে। তাই এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের দাবিতে বারুইপুর-জয়নগর সংযোগকারী রাস্তা অবরোধ করে। এর ফলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে জয়নগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারপর আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ওই এলাকার মহিলারা।

 

Leave a Reply

error: Content is protected !!