Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ধুলাগড়ে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য! গভীর রাতে জরির কারিগরকে লক্ষ্য করে গুলি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সাঁকরাইল থানার ধুলাগড় এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে গুলি করল দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চোয়ালে আটকে রয়েছে গুলির খোল। ডাক্তাররা জানিয়েছেন অস্ত্রোপচার করে গুলি বের করার চেষ্টা চলছে।

পুলিশসূত্রে জানা গেছে সাঁকরাইলের কোড়লা এলাকার বাসিন্দা সিতারুল হাসান। তিনি জরির কারিগর। ধুলাগড় মোড়ে গাড়ি থেকে নেমে প্রতিদিন বাইকে বাড়ি ফেরেন তিনি। গ্যারেজে রাখা থাকে বাইক। এদিনও রাত একটা নাগাদ বাড়ি ফিরছিলেন। কিন্ত বৃহস্পতিবার রাত বেশি হয়ে যাওয়ায় গ্যারেজ বন্ধ হয়ে যায়। বাইক নিতে না পেরে বাধ্য হয়ে হেঁটেই বাড়ি ফিরছিলেন তিনি।

সিতারুল জানান, রাস্তায় দুই দুষ্কৃতী তাঁর পথ আটকায়। তাঁর কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। তাদের বাধা দিয়ে চিৎকার শুরু করে দেন তিনি। কিন্তু শুনশান রাস্তায় এগিয়ে আসেনি কেউ। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে সিতারুলের মুখে।

রক্তাক্ত অবস্থায় কোনওরকমে তিনি পুলিশ ফাঁড়িতে আসেন। পুলিশ তাঁকে নিয়ে যায় হাসপাতালে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, সিতারুল হাসানের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।

এই ঘটনার প্রতিবাদে শুক্রবার ধুলাগড়ে পথ অবরোধ করেন গাড়ি চালকরা। তাঁদের অভিযোগ, এই তল্লাটে দুষ্কৃতীদের দাপট বাড়লেও পুলিশ নিষ্ক্রিয়। পরে পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বস দিলে অবরোধ তুলে নেন তাঁরা।

Leave a Reply

error: Content is protected !!