দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক: বছর শেষে বিরাট কোহলির মুকুটে নতুন পালক। রবিবার দশকের সেরা টি-২০, ওডিআই ও টেস্ট দল ঘোষণা করেছিল আইসিসি। এবার দশকের সেরা ওডিআই ক্রিকেটার ঘোষণা করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
শেষ ১০ বছরে ওডিআইতে সেরা ক্রিকেটার হিসেবে বিরাট কোহলিকে বেছে নিল আইসিসি। ২০০৮ সালে দেশের হয়ে ক্রিকেটে অভিষেক, এরপর ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেনে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। পরের সময়টা আর পিছনে ফিরে তাকাতে হয়নি বিরাটকে।
২০২০ সাল শেষে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের নামের পাশে টেস্ট ও ওডিআই মিলিয়ে ৭০টি সেঞ্চুরি রয়েছে। যার মধ্য়ে এই দশকে দুই ফর্ম্যাট মিলিয়ে বিরাট ৬৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। যার মধ্যে ২০১১- ২০২০ অর্থাৎ এই দশকে ৩৯টি ওডিআই সেঞ্চুরি হাঁকিয়েছেন। সব মিলিয়ে বিরাটের ওডিআইয়ে ৪৩টি ও টেস্টে ২৭টি সেঞ্চুরি রয়েছে।