Friday, April 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

তুলে দেওয়া হবে সমস্ত সরকারি মাদ্রাসা, বিল আনল অসমের বিজেপি সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সরকারি সমস্ত মাদ্রাসা তুলে দেওয়ার প্রস্তাব দিয়ে বিধানসভায় বিল পেশ করল অসম সরকার৷ অসম সরকারের প্রস্তাব অনুযায়ী, সরকারি মাদ্রাসাগুলিকে সাধারণ স্কুলে বদলে ফেলা হবে৷ এ দিনই এই বিল বিধানসভায় পেশ করা হয়েছে৷

বিলের প্রস্তাব অনুযায়ী, আগামী ১ এপ্রিল, ২০২১ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়েছে৷ যদিও বিরোধীরা এই বিল নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে৷ সেই আপত্তি অগ্রাহ্য করেই বিধানসভায় বিল পেশ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা৷

এই বিল অনুযায়ী অসমে মাদ্রাসা পরিচালনা সংক্রান্ত দু’টি আইন অবলুপ্ত করার কথা বলা হয়েছে৷ তবে এই বিল আইনে পরিণত হলেও সরকারি মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতন এবং সুযোগ সুবিধায় কোনও পরিবর্তন হবে না বলে আশ্বস্ত করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী৷ তিনি জানিয়েছেন, সমস্ত সরকারি মাদ্রাসাগুলিকে উচ্চ প্রাথমিক, দশম এবং দ্বাদশ শ্রেণির স্কুলে বদলে ফেলা হবে৷ অসমে মোট ৬১০টি সরকারি মাদ্রাসা রয়েছে৷

Leave a Reply

error: Content is protected !!