Saturday, December 7, 2024
Latest News

মাত্র ১৩ মিনিটে ফুল চার্জ! আল্ট্রা ফাস্ট চার্জিং প্রযু্ক্তির স্মার্টফোন নিয়ে আসছে ভিভো

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মাত্র ১৩ মিনিটেই হবে ফুল চার্জ। এমনই আল্ট্রা ফাস্ট চার্জিংয়ের প্রযু্ক্তির স্মার্টফোন নিয়ে আসছে ভিভো। এই বিশেষ প্রযুক্তির চার্জিং ব্যবস্থায় মাত্র ১৩ মিনিটেই ফুল চার্জ হবে ব্যাটারি। ৫ মিনিটেই হবে ৫০% চার্জ।

চলতি মাসেই আসছে ভিভো নেক্স ৩। এই ফোনেই ফাস্ট চার্জিংয়ের প্রযুক্তি থাকছে বলে জানিয়েছে ভিভো। নতুন এই চার্জিং ব্যবস্থাকে সুপার ফ্ল্যাশচার্জ ১২০ ওয়াট বলে অভিহিত করছে ভিভো।

এই স্মার্টফোনে ৬,৪০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ফলে ব্যাটারিতে প্রায় ২ দিন পর্যন্ত চার্জ থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘস্থায়ী ব্যাটারি ছাড়াও ভিভো নেক্স ৩ ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও ৯৯.৩%। থাকছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।

Leave a Reply

error: Content is protected !!