Tuesday, October 8, 2024
Latest Newsদেশফিচার নিউজ

আন্তর্জাতিক আদালতে জোর ধাক্কা খেল মোদী সরকার, ২০ হাজার কোটির মামলা জিতল ভোডাফোন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারত সরকারের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী কর সংক্রান্ত মামলায় জয় পেল ভোডাফোন সংস্থা। এটি মূলত তাদের দ্বিতীয় জয় বলা যেতে পারে। কারণ এর আগে এই মামলায় ২০১২ সালে সুপ্রিমকোর্ট ভোডাফোনের পক্ষেই রায় দিয়েছিল। শুক্রবার ভোডাফোনের পক্ষে রায় দিতে গিয়ে আন্তর্জাতিক আদালত জানিয়েছে, ভারত-নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি অনুযায়ী ভোডাফোনের উপর সুদ ও জরিমানা সহ কর চাপানো আইন সংগত নয়।

এই আন্তর্জাতিক আদালতে ভোডাফোনের পক্ষে রায় দেওয়ার পর রায় গোপন রাখা হয়েছিল। কিন্তু পরে ভোডাফোনের তরফ থেকেই তা জানিয়ে দেওয়া হয়। এদিন হেগে স্থায়ী সালিশি ভোডাফোন সংস্থার পক্ষে রায় দেওয়ার ফলে ভোডাফোনের বিরুদ্ধে ভারতের কর বিভাগের ২০ হাজার টাকার দাবি নাকচ করে দিয়েছে। এই দিন রায় দিতে গিয়ে আরও বলা হয়, বরং আইনি লড়াই চালাতে ভোডাফোনের যে খরচ হয়েছে, সেই বাবদ সরকারই তাদের দিক ৪০ কোটি টাকা।

 

Leave a Reply

error: Content is protected !!