Thursday, March 13, 2025
আন্তর্জাতিকফিচার নিউজ

জঙ্গি নয়, বাগদাদি নাকি ইসলামী পণ্ডিত! ‛ভুলভাল’ শিরোনাম বদলাতে বাধ্য হল ওয়াশিংটন পোস্ট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিশ্বের প্রথম সারির সংবাদপত্র ‘ওয়াশিংটন পোস্ট’-এ বাগদাদির মৃত্যু সংবাদের শিরোনাম নিয়ে বিতর্ক ছড়াল। ‛আবু বকর আল-বাগদাদি, কট্টরপন্থী ইসলামী পণ্ডিত, ৪৮ বছর বয়সে প্রয়াত।’ – আইসিস প্রধানের মৃত্যুর খবরে এমনই শিরোনাম রেখেছিল তারা। এই খবরের শিরোনাম নিয়েই বিতর্ক শুরু হয়।

পরে প্রবল চাপের মুখে প্রথমে যে শিরোনাম ছিল তা বদল করে দেয় ওয়াশিংটন পোস্ট। নতুন শিরোনাম করা হয়— ‘আবু বকর আল-বাগদাদি, উগ্র ধর্মীয় গুরু, ইসলামিক স্টেটের চালক, ৪৮ বছরে প্রয়াত।’ শিরোনাম নিয়ে চরম ট্রোলিং শুরু হয় সোশ্যাল মিডিয়াজুড়ে শেষমেশ শিরোনাম বদলে ফেলতে বাধ্য হয় ‘ওয়াশিংটন পোস্ট’।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

 

Leave a Reply

error: Content is protected !!