দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘আমরা শিশু নই’, আরএসএস প্রধান মোহন মোহন ভাগবতের মন্তব্যের পাল্টা দিলেন মিম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েসী। নাগপুরে বিজয়া দশমীর বার্ষিক বক্তৃতায় ভাগবত বলেন, ‘‘সিএএ কোনও ধর্মীয় সম্প্রদায়ের বিরোধিতা করে না। কিন্তু যারা এর বিরোধিতা করছে তারা আমাদের মুসলিম ভাইদের বিভ্রান্ত করেছে। তারা বলেছে, মুসলিম জনসংখ্যাকে সীমিত করার জন্য এই আইনের প্রণয়ন করা হয়েছে। CAA’র নামে প্রতিবাদের ভান করে সুবিধাবাদীরা হিংসা ছড়িয়েছে।’’
এর প্রেক্ষিতেই ওয়েসী বলেন, আমরা শিশু নই যে, কেউ ভুল বোঝাবে আর আমরা সেটা বুঝে যাব। নিজেদের বিচারবুদ্ধি দিয়েই যা বোঝার বুঝছি। তিনি আরও বলেন, ভারতীয় সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলে। যে আইনে ধর্মনিরপেক্ষতা লঙ্ঘিত হয় তা নিয়ে প্রতিবাদ হবেই।