Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

এই রায়ে আমরা সন্তুষ্ট নই, মুসলিম পক্ষের সাথে অবিচার করা হয়েছে : জামাআত

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযোধ্যা মামলায় সুপ্রিমকোর্টের রায় ঘোষিত হয়েছে। রায়ে বিতর্কিত জমি রামলালাকে প্রদান করা হয়েছে ও মুসলিমদের জন্য পাঁচ একর জমি দিতে বলা হয়েছে। এই রায়ের পর জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি আব্দুর রফিক মন্তব্য করেছেন, ‛আমরা এই রায়কে সম্মান জানাই। যদিও এই রায়ে আমরা সন্তুষ্ট নই, মুসলিম পক্ষের সাথে অবিচার করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‛রায়ে এটা স্পষ্ট যে, মসজিদের কাঠামো, কোনও মন্দির ভেঙ্গে তৈরী হয়নি এবং সেখানে নিয়মিত নামাজ পড়া হতো। তারপরেও তা রামলালাকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত অনাকাঙ্খিত ও ন্যায়ের পরিপন্থী। রায়ের কিছু পয়েন্টস্ অত্যন্ত গুরুত্বপূর্ণ যা দেশের সংবিধানকে শক্তিশালী করে এবং তা ল’ এণ্ড অর্ডারকে স্থীতিশীল রাখার ক্ষেত্রে সাহায্য করবে।’ রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের সকল জনসাধারণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি।

ওই জামাআত নেতা বলেন, ‛মুসলিম ভাইদেরকে আবেদন জানাচ্ছি তারা যেন ধৈর্য্য ধরেন ও পরিনত বুদ্ধির পরিচয় দেন। পরিস্থিতি যাই হোক, কোন ভাবেই উত্তেজনার শিকার না হোন। বিরোধীদের প্ররোচনায় পা না দেন। সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখেন। আমাদেরকে এ ইতমিনান রাখতে হবে যে, মুসলিম পক্ষ বাবরী মসজিদের বিষয়ে কোনওভাবেই ও কোনও ক্ষেত্রেই দূর্বলতা দেখায়নি। আদালতে আইনী লড়াই পরিচালনার সময় কনফিডেন্স-এর সাথে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে এবং তারা অত্যন্ত যোগ্যতার সাথে বিচারপতিদের সামনে মুসলিম পক্ষের উকালতি করেছেন।’

তিনি বলেন, ‛প্রত্যেক মন্দের মধ্যে ভালোর সম্ভাবনা লুকিয়ে থাকে। এর থেকেও কোন না কোন উত্তম বিষয় বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। সর্বাবস্থায় ধৈর্য্য ধারণ করুন এবং শৃঙ্খলা মেনে চলুন। আইনকে সম্মান করুন এবং আল্লাহতায়ালার পক্ষ থেকে ভালো কিছু হওয়ার আকাঙ্খা রাখুন। মুসলিমদের কাছে এটা স্পষ্ট থাকতে হবে যে বাবরী মসজিদ মামলায় হিন্দু ভাইদের একটি বড় অংশ মুসলিমদের সাথে ছিল, যারা উন্নত মানবীয় মুল্যবোধে বিশ্বাস রাখেন। তাদের সবার এটা আকাঙ্খা যে, মুসলিমরা পূর্বের ন্যায় পরিনত বুদ্ধির পরিচয় দেবে। কোন ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজ করবে না। দেশের বুদ্ধিজীবী, সমাজ কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বদের বৃহৎ অংশ সত্য ও ন্যায়ের উপর আস্থা রাখেন। দেশের সিভিল সোসাইটি পরিস্থিতির উপর নজর রাখছেন এবং তারা জানেন কারা কেমন প্রকৃতির। সবশেষে সকল রাজ্যবাসী ও সর্বস্তরের ব্যক্তিবর্গ, প্রসাশনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, মিডিয়া ও দায়িত্বশীল প্রতিষ্ঠান সমুহের কাছে এ আশা রাখছি যে তাঁরা এই সময়ে ইতিবাচক ভূমিকা পালন করবেন।’

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!