দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ চাপিয়ে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
তিনি বলেছেন, আলোচনার মাধ্যমেই পদক্ষেপ গ্রহণ করা হবে। বিজেপি বরাবরই ভারতে ‘অভিন্ন দেওয়ানি আইন’ চালু করার চেষ্টা চালিয়ে আসছে। অন্যদিকে, মুসলিম ও অন্যরা দেওয়ানি বিধির ক্ষেত্রে তাদের ‘ব্যক্তিগত আইন’ মেনে চলার পক্ষপাতি।
কেন্দ্রীয় সরকার এর আগে সংসদে তালাক বিল পাস করার সময় মুসলিম ব্যক্তিগত আইনে হস্তক্ষেপের অভিযোগে ‘মুসলিম পার্সোনাল ল’ বোর্ড’–এর পক্ষ থেকে দেশজুড়ে সভা সমাবেশ করে প্রতিবাদ জানানো হয়েছিল। এতকিছুর পর আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের মন্তব্য নতুন প্রশ্ন তুলে দিয়েছে। তবে কি মুসলিমদের মন জয়ের চেষ্টা করছে মোদী সরকার?
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন