Friday, February 7, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

তিন দফার ভোটে ৯০ আসনে জিতব আমরাই: মমতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: তিন দফার ভোটে ৯০ আসনে জিতব আমরাই। কোচবিহারের সভা থেকে ফের আত্মবিশ্বাসী জয়ের বার্তা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি দাবি করেছেন বিজেপি কোথাও নেই জিতছে তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি দাবি করেছেন একের পর এক মিথ্যে কথা বলে চলেছে বিজেপি। নারায়ণীসেনা নিয়ে যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে তার কোনওটাই করবে না। কোথাও কোনও প্রস্তাব হয়নি। এমনকী সিএএ নিয়েও মিথ্যে কথা বলছে বিজেপি।

কোচবিহারের সভা থেকে ফের জয়ের বার্তা শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের।রাজ্যে ৩ দফার ভোট হয়ে গিয়েছে। ৯০ -এর বেশি আসনে ভোট হয়েছে রাজ্যে। তার সবকটিতেই জিতছি আমরা। ধারের কাছে নেই বিজেপি। কোচবিহারের সভা থেকে ফের দলীয় কর্মীদের চাঙ্গা করতে জয়ের বার্তা শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য গতকালও মোদী রাজ্যে সভা করতে এসে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রীর ব্যবহারই বলে দিচ্ছে তিনি হেরে গিয়েছেন।

 

কোচবিহারের সভায় অমিত শাহ সিআরপিএফে নারায়ণী ব্যাটেলিয়ন গড়ার কথা বলেছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নারায়ণী ব্যাটেলিয়ন গড়া হবে সিআরপিএফে। বুধবার কোচবিহারের সভা থেকে মমতা দাবি করেছেন একেবারে মিথ্যে কথা বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাগজ দেখিয়ে তিনি দাবি করেছেন সিআরপিএফে নারায়ণী ব্যাটেলিয়ন তৈরির কোনও প্রস্তাবই এখনও পর্যন্ত দেওয়া হয়নি। সিএএ নিয়েও মিথ্যে কথা বলছে বিজেপি। উদ্বাস্তুদের নাগরিকত্ব তো দেবেই না উল্লে তাঁদের ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হবে।

ভোটে মেয়েদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে গ্রামে মেয়েদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি বলেছেন প্রয়োজনে সিআরপিএফকে ঘেরাও করুন। সিআরপিএফকে ঘেরাও করে ভোট দিতে যান। যদি কেউ শাসন করতে আসে আসে তাহলে কাঁকে পাল্টা শাসন করুন।

কোচবিহারের সভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে বলে অভিযোগ করেছেন মমতা। নন্দীগ্রামের ভোটের দিনও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি অমিত শাহকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছিলেন।

Leave a Reply

error: Content is protected !!