Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ভারতের ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার, মোদী সরকারের ৭টি শাস্তিযোগ্য অপরাধ তুলে ধরল কংগ্রেস

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গতকালই সপ্তম বর্ষপূর্তি হয়েছে মোদী সরকারের। করোনা আবহে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা না হলেও এই বর্ষপূর্তি নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে ছিল সাজোসাজো রব। এদিকে গতাকালই মন কী বাতে বিজেপি সরকারের বর্ষপূর্তি নিয়ে মোদীর বক্তব্যের পরেই তীব্র ভাষায় কটাক্ষ করতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এবার ‌মোদী সরকার ৭ বছরের শাসনকালে ৭টি শাস্তিযোগ্য অপরাধের খতিয়ান তুলে ধরে মোদী সরকারকে বিঁধল কংগ্রেস।

এমনকী এই প্রসঙ্গে বলতে গিয়ে সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার চাঁচাছোল ভাষায় আক্রমণ শানান কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। নোট বাতিল থেকে শুরু করে করোনা মোকাবিলার মতো এমন অনেক ঘটনাই আদপে মোদী সরকারের ব্যর্থতা সকালের সামনে এনে দিয়েছে বলে মত তাঁর। পাশাপাশি বেকারত্ব ও মুদ্রাস্ফীতি নিয়েও একের পর এক তোপ দাগেন তিনি।

তথ্য তুলে ধরে রণদীপ সুরজেওয়ালা দাবি করেন গত ৭ বছরে দেশে বেকারত্ব ১১.‌৩ শতাংশ বেড়েছে। পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা ছড়িয়ে গিয়েছে। আদপেই এক অভূতপূর্ব আচ্ছে দিনের নির্দশন রেখেছে বিজেপি সরকার। এমনকী গতকাল মোদী মন কী বাতে বক্তব্যের পরেই পাল্টা ৪ মিনিট ৩৬ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে বিজেপি সরকারের ব্যর্থতা তুলে ধরেছে কংগ্রেস।

 

কংগ্রেসের দাবি গত ৭৩ বছরে দেশের সবচেয়ে দুর্বল সরকার হিসাবে চিহ্নিত হয়েছে মোদী জমানা। মোদী সরকারের আমলেই পাহাড় প্রমাণ অর্থনৈতিক সঙ্কট দেখা গিয়েছে গোটা দেশে। জন প্রতি আয়ের পরিমাণ ৫.‌৪ শতাংশে নেমে যাওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে। এমনকী গত জিডিপি প্রবৃদ্ধিতেও ঐতিহাসির পারাপতম দেখা যায়। যা নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি সংক্রেস।

একইসঙ্গে বর্তমানে একাধিক রাজ্যে সরষের তেলের দাম ২০০টাকা ছড়িয়ে গিয়েছে। যা নিয়েও কেন্দ্রের তীব্র সমালোচনা করতে দেখা যায় কংগ্রেসকে। পাশাপাশি কংগ্রেসের ভিডিওতে উঠে আসে ভারত-চিন যুদ্ধ প্রসঙ্গও। মোদী সরকারের ব্যর্থতার কারণেই লাদাখে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল বলেও আক্রমণ শানানো হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কৃষি নীতিরও ব্যাপক সমালোচনা করা হয় কংগ্রেসের তরফে।

Leave a Reply

error: Content is protected !!