দৈনিক সমাচার, বিনোদন ডেস্ক : ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে সদ্য রিলিজ হয়েছে ওয়েব সিরিজ ‘অভয়-২’। এই ওয়েব সিরিজের একটি এপিসোডের এক দৃশ্যে দেখা গিয়েছে থানার ক্রিমিনাল রেকর্ডের বোর্ডে ‘জ্বলজ্বল’ করছে ক্ষুদিরাম বসুর ছবি। শুনে আঁতকে উঠলেও ঠিক এমনটাই হয়েছে।
স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহিদ ছিলেন ক্ষুদিরাম বসু। মাত্র ১৮ বছরেই বরণ করে নিয়েছিলেন মৃত্যুকে। সেই ক্ষুদিরাম বসুই নাকি স্থান পেয়েছেন মোস্ট ওয়ান্টেডদের তালিকায়! সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় বইছে রবিবার সকাল থেকেই। ফুঁসে উঠেছেন বাঙালিরা। নেটিজেনদের একটা বড় অংশের অভিযোগ এটা ক্ষমার অযোগ্য অপরাধ।
এ হেন কাণ্ডের পর জি ফাইভ কর্তৃপক্ষ এবং এবং পরিচালক যাতে নিঃশর্ত ক্ষমা চান সেই দাবিতে গর্জে উঠেছিলেন বঙ্গ নেটিজেনরা। ওটিটি প্ল্যাটফর্ম এবং পরিচালকের তরফে ইতিমধ্যেই বিবৃতি দিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে ওই অংশে ক্ষুদিরাম বসুর ছবি ব্লার করে দেওয়া হয়েছে। যদিও নেটিজেনদের অনেকেরই অভিযোগ যে দায়সারা ভাবেই ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ। আর যতই যাই হোক না কেন এমন অপরাধ ক্ষমার অযোগ্য।