দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পরিযায়ী শ্রমিকদের চাহিদা, স্বার্থ ও জীবনযাপন সুরক্ষিত করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? তামিলনাড়ু সরকার ও কেন্দ্রের উদ্দেশ্য এমনই প্রশ্ন করল মাদ্রাজ হাইকোর্ট। বিচারপতি এন কিরুবাকরণ ও বিচারপতি আর হেমলতার ডিভিশনে বেঞ্চে শনিবার পরিযায়ী শ্রমিকদের স্বার্থরক্ষা সংক্রান্ত একটি মামলার শুনানি হয়েছে। সেই শুনানিতে তামিলনাড়ু সরকার এবং কেন্দ্রকে তিরস্কার করে ডিভিশন বেঞ্চ।
এদিন বিচারপতিরা কেন্দ্র–রাজ্য উভয় পক্ষকে আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্য ভিত্তিক স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতিরা বলেন, ‛এটা হিউম্যান ট্র্যাজেডি। যেভাবে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন, সেটা দেখলে কষ্ট হয়। অনেকে আবার হেঁটে বাড়ি ফিরতি গিয়ে মারাও গিয়েছেন। প্রত্যেক রাজ্যের কর্তব্য মানবিকতার খাতিরে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো।’