Saturday, April 20, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‛ঘরে বা বাড়ির ছাদে শুধু পরিবারের লোকজন নিয়ে ঈদের নামাজ পড়া যেতে পারে’

বার্তা বিশিষ্ট ইসলামিক স্কলার মনজুর আলমের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে তৃতীয় মেয়াদে লকডাউন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চতুর্থ মেয়াদে লকডাউন গড়াবে বলেই জানিয়েছেন। যদি তাই হয়, তাহলে লকডাউনের এই ঘরবন্দি জীবনে কীভাবে হবে ঈদ উদযাপন? অনেকেই বাড়িতে ঈদের নামাজের ব্যাপারে পরামর্শ দিচ্ছেন।

কিন্তু ঈদের নামাজ বাড়িতে বসে কীভাবে পড়া হবে। এমন প্রশ্নে বিশিষ্ট ইসলামিক স্কলার মনজুর আলম বলছেন, ঈদের নামাজ সাধারণত খোলা জায়গায় সকলে মিলে পড়া হয়। এ বছর তো তা সম্ভব নয়। তাই ঘরে বা বাড়ির ছাদে শুধু পরিবারের লোকজন নিয়ে পড়া যেতে পারে। তবে ফ্ল্যাট বাড়ি হলে সকলে মিলে ছাদে নামাজ না পড়াই ভালো। কারণ এতে গোটা ফ্ল্যাটের লোকজন এক জায়গায় হলে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হবে। অর্থাৎ নিজের বাড়ি হলেই ছাদে নামাজ পড়া যেতে পারে।

ইসলামিক এই গবেষক বলছেন, এবারের ঈদে মানব সভ্যতার সুরক্ষা চেয়ে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা হওয়া উচিত। মানব সভ্যতা যাতে এই মহামারি থেকে পরিত্রাণ পায়, দ্রুত সবকিছু স্বাভাবিক হয়- সে দোয়াই করা উচিত। পাশাপাশি অসহায়দের পাশে দাঁড়ানো এবং আক্রান্তদের খোঁজখবর নেওয়ার পরামর্শও দেন তিনি।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!