Thursday, November 21, 2024
দেশফিচার নিউজ

‛কাশ্মীর ভারতের অংশ’ – মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের শিকার কুরেশি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাষ্ট্রসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ বলে মন্তব্য করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। সুইজারল্যান্ডের জেনিভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের এই অধিবেশন বসেছে।

মঙ্গলবার সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুরেশি বলেন, কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে বলে দাবি করছে ভারত। তাই যদি হয়, তাহলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম, মানবাধিকার সংগঠনগুলোকে ভারতের ওই রাজ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন?

জম্মু-কাশ্মীরকে ভারতের রাজ্য বলে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের শিকার হচ্ছেন কুরেশি। স্বাধীনতার ৭২ বছর পর অবশেষে পাকিস্তান কাশ্মীরকে ভারতের অংশ বলে মেনে নিল বলে কটাক্ষ করেছেন অনেকে। এতদিনে পাক মন্ত্রী সত্যটা মেনে নিলেন বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

Leave a Reply

error: Content is protected !!