দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শেহলা রশিদকে গ্রেফতারের হাত থেকে আপাতত রেহাই দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামী ৫ নভেম্বর পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে রায় দিয়েছে আদালত। কাশ্মীর ইস্যুতে মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করা হয়েছিল।
আদালতে এ সংক্রান্ত শুনানিতে তাঁকে অন্তর্বর্তীকালীন রেহাই দেওয়া হয়। অর্থাৎ পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না। আদালত জানায় যে, এই মামলায় বিশদ তদন্ত প্রয়োজন। আদালত শেহলা রশিদকে তদন্তে সহযোগিতা এবং তদন্ত কর্মকর্তার ডাকে তদন্তে শামিল হওয়ার নির্দেশ দিয়েছে।