Wednesday, January 15, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

করোনা প্রকোপের মাঝেই রমজান, থাকতে হবে সতর্ক! গাইডলাইন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আর মাত্র ২-১ দিনের মধ্যেই শুরু হচ্ছে মুসলমান সম্প্রদায়ের পবিত্র মাস রমজান৷ কিন্তু করোনা ভাইরাসের মাহামারীর আবহে এ বছর রমজান মাসে জমায়েত হয়ে নামাজ না পড়ার আবেদন জানাল বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)৷ বিশ্বের প্রতিটি দেশকে হু-এর আবেদন, রমজান মাসে কী করা যাবে, আর কী করা যাবে না—তা পরিষ্কার ভাবে সবাইকে জানানো হোক। এ ব্যাপারে জাতীয় নীতি নিতে হবে৷

হু গাইডলাইনে বলেছে, এই পবিত্র অনেক মুসলমান মসজিদে যাওয়া বাড়িয়ে দেন রমজান মাসে। একসঙ্গে অনেক মানুষ প্রার্থনা করেন। বিশেষ করে শেষ দশ দিনে উপস্থিতির সংখ্যা বহু মসজিদে বেড়ে যায় উল্লেখযোগ্য হারে। কিন্তু এ বছর তা করলে হবে না৷ হু-এর আবেদন, অন্তত পক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখতেই হবে করোনার সংক্রমণ রুখতে৷ রমজান মাসেও কোনও রকম ধর্মীয় জমায়েত করা চলবে না৷

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!