Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

৩ কোটি রেশন কার্ড বাতিল কেন? মোদী সরকারকে সুপ্রিম নোটিস

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আধার কার্ড সংযুক্ত না থাকায় সম্প্রতি প্রায় তিন কোটি রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্র। বিষয়টিকে ‘‌গুরুতর’ আখ্যা দিয়ে কেন্দ্র এবং সমস্ত রাজ্য সরকারের জবাব চেয়ে পাঠাল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্না এবং ভি রামাসুব্রহ্মণ্যমের বেঞ্চ এদিন জানায়, বিষয়টিকে ‘‌দ্বন্দ্ব’ হিসেবে না দেখে বাড়তি গুরুত্ব দেওয়া হোক।

গত ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বরে ঝাড়খণ্ডের সিমদেগা জেলায় এক ১১ বছরের নাবালিকার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, খেতে না পেয়ে মারা গেছে মেয়েটি। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড সংযুক্ত না থাকায় ২০১৭ সাল থেকে রেশন সামগ্রী পেত না ওই দলিত পরিবার। বৈধ আধার কার্ড না থাকার কারণে রেশন সামগ্রী না পেয়ে বহু মানুষ অনাহারে মারা গেছেন, এই অভিযোগ তারপরই শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় গত ডিসেম্বর মাসে সব রাজ্যের থেকে জবাব চেয়ে পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের বক্তব্য ছিল, অনাহারে কেউ মারা যাননি। আর বৈধ আধার কার্ড না থাকায় রেশন সামগ্রী দেওয়া হয়নি, সেই অভিযোগও খারিজ করেছিল কেন্দ্র।

এদিন প্রধান বিচারপতি বলেন, ‘‌এই ধরনের মামলার শুনানি বোম্বে হাইকোর্টে হয়েছে। সুপ্রিমকোর্টে আসার আগে হাইকোর্টেই যাওয়া ভাল।’‌ ওই মেয়েটির পরিবারের আইনজীবী কোলিন গোলসালভেস জানান, প্রায় তিন কোটি রেশন কার্ড বাতিলের প্রসঙ্গ ওঠায় বিষয়টিতে অন্য মাত্রা জুড়েছে। তাঁর কথাতেই পরবর্তী শুনানির প্রতিশ্রুতি দিয়েছে বোবদে নেতৃত্বাধীন ওই বেঞ্চ। শীর্ষ আদালতের নির্দেশ, ‘‌যেহেতু গোটা বিষয়টি সঙ্গে আধার কার্ড জড়িয়ে গিয়েছে, তাই সেক্ষেত্রে কেন্দ্রের অবস্থান জানা জরুরি। চার সপ্তাহের মধ্যে জবাব দিক সরকার।’‌

 

Leave a Reply

error: Content is protected !!