Thursday, April 18, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

ত্রিপল চুরি মামলায় এখনই গ্ৰেফতার করা যাবে না শুভেন্দুকে, জানাল হাইকোর্ট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে ত্রিপল চুরি মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা চঞ্চল নন্দী। এখনই তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে হাইকোর্ট। এছাড়াও চঞ্চল নন্দীর বিরুদ্ধে আর কোন কোনও অভিযোগ কিংবা মামলা রয়েছে, তা জানাতে সরকারি আইনজীবীকে নির্দেশ দিয়েছে আদালত।

এদিন ত্রিপল চুরি মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়ে বলেন, চঞ্চল নন্দীকে আপাতত গ্রেফতার করা যাবে না। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কটি মামলা রয়েছে তাও রাজ্য সরকারকে জানাতে হবে। প্রসঙ্গত কাঁথি পুরভবনের গোডাউন থেকে ত্রিপল চুরির অভিযোগ ওঠার পরেই শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারীর সঙ্গে চঞ্চল নন্দীর মতো বেশ কয়েকজন শুভেন্দু অনুগতের বিরুদ্ধে মামলা করে কাঁথি থানা। এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ইতিমধ্যেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

তাঁর নাম ত্রিপল চুরির মামলায় জড়িয়ে যাওয়ার পরে চঞ্চল নন্দী আদালতে পাল্টা অভিযোগ করেন, তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়াতেই তাঁকে ফাঁসানো হচ্ছে। প্রসঙ্গত আর্থিক প্রতারণা মামলায় মানিকতলা থানায় চঞ্চল নন্দীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আরও কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে রয়েছে, তা জানাতে আদালতে আবেদন করেছিলেন চঞ্চল নন্দীর আইনজীবী। তারই প্রেক্ষিতে বিচারপতি নির্দেশ দেন রাজ্য সরকারকে তা জানাতে, পাশাপাশি চঞ্চল নন্দীকে আপাতত গ্রেফতার না করার নির্দেশ দেয় আদালত।

এদিনের নির্দেশ পরে চঞ্চল নন্দী খানিকটা স্বস্তিতে। এই মামলার পরবর্তী শুনানি হবে ৫ সপ্তাহ পরে।

Leave a Reply

error: Content is protected !!