দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিনের (মিম) ব্যাপারে আবারও দলকে সতর্ক করলেন মমতা। কোচবিহারে দলীয় এক কর্মীসভায় নাম না করে মিম নিয়ে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‛ওরা বিজেপির কাছে টাকা নেয়। সংখ্যালঘুরা ভুল করবেন না। ওদের বাড়ি হায়দরবাদে। এখানে নয়।’
এর আগে দলের সব বিধায়ক-সাংসদদের নিয়ে কোর গ্রুপের বর্ধিত বৈঠকে মিমকে সরাসরি বিজেপির বি-টিম বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘মিম’ থেকে সাবধান, ওরা বিজেপি-র বি-টিম। গেরুয়া শিবিরই ওদের টাকা পয়সা দিচ্ছে। কোনও ভাবেই ওদের জমি ছাড়া চলবে না।
আরও পড়ুন : ‘মিম’ থেকে সাবধান! ওরা বিজেপি-র বি-টিম, গেরুয়া শিবির ওদের টাকা দিচ্ছে : মমতা
তৃণমূল মনে করে, মিমের সঙ্গে বিজেপির একটা অদৃশ্য বোঝাপড়া আছে। যার উদ্দেশ্য, মুসলমান প্রার্থী দিয়ে ধর্মনিরপেক্ষ ভোট কেটে বিজেপির সুবিধে করে দেওয়া। একদিকে কংগ্রেস-সিপিএম জোট করে তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটতে চাইছে। তার উপর মিমও থাবা বসালে মমতার জন্য তা উদ্বেগের বইকি! এদিন সেটাকেই স্পষ্ট করতে চান মমতা।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন
1 Comment