দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গতকাল কয়েক লক্ষ টাকার মাদক-সহ হুগলি জেলা বিজেপি যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামীকে গ্রেফতার করে পুলিশ। নিউ আলিপুর থেকে কয়েক লক্ষ টাকার কোকেন উদ্ধার হয়েছে বিজেপির যুব নেত্রীর কাছ থেকে। মাদক রাখার অপরাধে তাঁর সঙ্গী প্রবীর দে–কেও গ্রেফতার করেছে পুলিশ। আর এর পরেই এখন নেটপাড়ায় একটাই প্রশ্ন, বিজেপি বার বার বলছে যে সোনার বাংলা গড়বে। তবে কি কোকেন দিয়েই কি সোনার বাংলা গড়বে বিজেপি?
পুলিশ সূত্রে খবর, শুক্রবার নিউ আলিপুরে নিজের আবাসনের কাছে গাড়ি পার্কিং করতে যখন পামেলা সেখানেই তাঁকে হাতেনাতে ধরে পুলিশের তরফে গ্রেফতার করা হয়। নিউ আলিপুর থানার পুলিশ তাঁর গাড়ি থেকে প্রায় ১০০ গ্রাম কোকেনের প্যাকেট এবং তাঁর ব্যাগেও পাওয়া যায় কোকেন। সেগুলিকে উদ্ধার করে বাজেয়াপ্ত করে নিউ আলিপুর থানার পুলিশ।
দলের তরফে হুগলি জেলা বিজেপি যুব মোর্চার পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন পামেলা গোস্বামী। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে মাদক সঙ্গে রাখার অভিযোগ পুলিশের কাছে ছিলই। পুলিশ বিষয়টি নিয়ে তাঁর উপর নজর রাখছিল। এদিন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময়ে পামেলার গাড়ি ধাওয়া করে হাতেনাতে ধরা হয় বিজেপি যুব নেত্রীকে।
স্থানীয় প্রতক্ষ্যদর্শীদের কথায়, প্রায় ৮ টি গাড়ি করে তাঁকে চারপাশ থেকে ঘিরে ধরে পুলিশ। এরপর আর বিজেপির যুব নেত্রীর পালানোর কোনও পথ ছিল না। পামেলাকে যিনি মাদকের যোগান দিতেন, সেই প্রবীর দে–ও বিজেপি নেতা বলে পরিচিত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের মুখে এই ঘটনা বিজেপিকে যথেষ্টই বিপাকে ফেলতে পারে। এই ঘটনা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।