Thursday, March 28, 2024
Latest Newsদেশফিচার নিউজ

হরিয়ানায় মর্গে রাখা কৃষকের দেহ খুবলে খেল ইঁদুরে, ক্ষোভে ফুঁসছে আন্দোলনকারীরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় সোনিপত একটি হাসপাতালে মর্গে রাখা কৃষকের দেহ খুবলে খেল ইঁদুরে, যার পরেই ক্ষোভে ফুঁসছে আন্দোলনকারীরা। জানা গেছে, মর্গে ফেলে রাখা হয়েছিল রাজেন্দ্র সরোহা নামে ওই আন্দোলনকারী কৃষকের দেহ। ময়নাতদন্তের জন্য ফ্রিজার থেকে দেহ বের করতেই দেখা গেল শরীরে রক্তের দাগ। মুখে, পায়ের মাংস খুবলে খাওয়া।

গত বুধবার দিল্লি–হরিয়ানার কুন্ডলি সীমানায় রাজেন্দ্র সরোহার মৃত্যু হয়েছিল। ময়নাতদন্তের জন্য কৃষকদের দেহ পাঠানো হয়েছিল সোনিপত হাসপাতালে। বৃহস্পতিবার ময়নাতদন্ত হওয়ার কথা ছিল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই কৃষকের। ছেলে প্রতাপ সরোহা বলেন, ‘‌বাবার রক্তাক্ত দেহ চোখে পড়ে। গভীর ক্ষত দেখা গেছে শরীরে। রক্ত ঝরছে। তা দেখে গ্রামের মানু্ষেরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।’‌

মৃত কৃষক সোনিপতের বাইয়ানপুর গ্রামের বাসিন্দা। বিগত বেশ কয়েকদিন ধরেই কুন্দলি সীমানায় অবস্থান বিক্ষোভের জায়গায় ছিলেন। বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হাতপাতালে নিয়ে যেতেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।

 

 

Leave a Reply

error: Content is protected !!