দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা মোকাবিলায় প্রথম থেকেই সরকারের পাশে দাঁড়িয়েছে উইপ্রো। প্রধানমন্ত্রীর তহবিলে উইপ্রো, উইপ্রো এন্টারপ্রাইজ এবং আজিম প্রেমজি ফাউন্ডেশন মিলিতভাবে ১,১২৫ কোটি টাকা দিয়েছে। এখনও পর্যন্ত ৩৪ লাখ মানুষের কাছে সাহায্য নিয়ে পৌঁছেছে আজিম প্রেমজির সংস্থা। এবার তিনি নিজের আইটি ক্যাম্পাসে তৈরি করছে হাসপাতাল।
পুনের হিনজেওয়াড়িতে নিজেদের আইটি ক্যাম্পাসকে হাসপাতালে বদলে ফেলছে উইপ্রো। আগামী চার সপ্তাহের মধ্যেই ওই আইটি ক্যাম্পাস বদলে হয়ে যাবে কোভিড-১৯ হাসপাতাল। ৩০মের মধ্যে তা মহারাষ্ট্র সরকারের হাতে তুলে দেওয়া হবে। এক বছর পরে ফের হাসপাতালের বদলে হবে আইটি ক্যাম্পাস। রাজ্য সরকারের সঙ্গে এমনই চুক্তি করেছে উইপ্রো।
হাসপাতালটিতে থাকবে ৪৫০টি বেড। এর মধ্যে ১২টি বেড হবে আশঙ্কাজনক রোগীদের জন্য। একেবারে আইসোলেটেড হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও অন্যান্য মেডিক্যাল স্টাফদের থাকার জন্য তৈরি হবে ২৪টি ঘর। উইপ্রো শুধু হাসপাতালের কাঠামো তৈরি করে দেওয়া, সরঞ্জামে সাজিয়ে দেওয়াই নয়, অ্যাডমিনিসট্রেটর থেকে কর্মী নিয়োগের দায়িত্বেও থাকবে। যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্যকর্মীও নিয়োগ করবে যাতে দ্রুত এই হাসপাতাল চালু করে দেওয়া যায়।
Support Free & Independent Journalism