Saturday, May 11, 2024
Latest Newsদেশফিচার নিউজ

নাম নেই এনআরসি তালিকায়, উৎকণ্ঠায় দিন কাটছে ১৯ লক্ষ অসমবাসীর

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অসমের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) থেকে বাদ পড়া ১৯ লক্ষ মানুষ উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছেন চূড়ান্ত তালিকার নথির জন্য। সেই শংসাপত্র নিয়ে তারপর তাঁরা আবেদন করতে পারবেন বিদেশি ট্রাইব্যুনালে।

গত ২০১৯ সালের ৩১ আগস্ট জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। কিন্তু তালিকা প্রকাশের পর এখনও পর্যন্ত যাঁরা বাদ পড়েছেন, তাঁদের বাদ পড়ার কারণ জানানো হয়নি। আর্জি জানানোর প্রক্রিয়াও শুরু করা হয়নি।

ছাত্র সংগঠন আমসুর শীর্ষস্থানীয় নেতা মানোয়ার হুসেন বলছেন, ‘যাঁরা বাদ পড়েছেন, তাঁদের অধিকাংশই দরিদ্র মানুষ। তাঁরা উদ্বিগ্ন। এবং জানেন না কী করতে হবে। নথির একটি প্রত্যয়িত কপির জন্য আইনজীবীরা ৫০০ থেকে ১০০০ টাকা চাইছেন।’

 

পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন  Twitter  আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps

Leave a Reply

error: Content is protected !!