দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: স্বামী বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আবার স্ত্রী সুজাতা খাঁ যোগ দিলেন তৃণমূলে। ব্যাপার অস্বাভাবিক হলেও এটাই সত্যি। সোমবার তৃণমূল ভবনে তাঁকে সঙ্গে নিয়ে এলেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। সুজাতাকে ‘মেয়ে’ বলে পরিচয় দিয়ে হাতে দলীয় পতাকাও তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়। লোকসভা ভোটে সৌমিত্র খাঁ বিষ্ণুপুর এলাকায় ঢুকে পারেননি বলে সুজাতা একাই নির্বাচনী প্রচার সামলেছেন। এই কৃতিত্বের অধিকারী সুজাতার ভূয়সী প্রশংসা করে তাঁকে কাছে টেনে নিয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পরপরই সুজাতার এই প্রত্যাবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ।
‘ঘর ওয়াপসি’র পর সাংবাদিক সম্মেলনে সুজাতা খাঁ বলেন, মহিলা হিসেবে ভারতীয় জনতা পার্টিতে তিনি সম্মান পাচ্ছিলেন না। যা বেশ সমস্যার হয়ে উঠেছিল। এখন ঘরে ফিরে তিনি নিশ্চিন্তে শ্বাস নিতে পারছেন বলে মন্তব্য করেন। বিজেপির বিরুদ্ধে তিনি এই অভিযোগ তুললেন যে এই দল যোগ্যদের সম্মান দেয় না।
শুভেন্দুর নাম না করেই ‘পচা আলু’ বলে বিঁধলেন। তাঁর মন্তব্য, ”যে দল অন্য দল থেকে পচা আলুদের নিয়ে নেতা, মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর লোভ দেখায়, তাহলে তো সেই দল এগোতে পারে না।”