Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

সংসার বাঁচাতে তো রাত জাগেন! দেশ বাঁচানোর জন্য জাগবেন না? আসুন পার্ক সার্কাস

ছবি : সংগৃহিত

আমরা ‛দৈনিক সমাচার’ একটি গণমাধ্যম হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করেছি। ‛গণমাধ্যম’ শব্দটির মধ্যে অনেক নিগূঢ় অর্থ লুকিয়ে রয়েছে। সেই অর্থের নিরিখে শুধু সংবাদ পরিবেশন পর্যন্ত আমরা থেমে থাকতে পারি না।

নাগরিকত্ব আইন, এনআরসি ইত্যাদির বাহানায় যখন স্বাধীন ভারতকে পরাধীনতার শৃঙ্খল পরিয়ে রাখার চেষ্টা হচ্ছে, তখন সোচ্চার হয়েছে গোটা দেশ, আন্দোলনের জোয়ার উঠেছে। সেই জোয়ারে গা ভাসিয়েছেন পার্ক সার্কাসের মহিলারাও।

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ‛দৈনিক সমাচার’ গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে অংশ নিতে এগিয়ে এসেছে। আজ ‛দৈনিক সমাচার’ পার্ক সার্কাসে রাত অতিবাহিত করবে। পাশাপাশি আন্দোলনকারীদের দাবি ও স্লোগান আপনাদের কাছে পৌঁছে দেবে।

‛দৈনিক সমাচার’ আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছে – আপনারাও আজ আসুন পার্ক সার্কাস ময়দানে। সংসার বাঁচানোর তাগিদে কত রাত তো না জেগে কাজ করেই কাটিয়ে দেন! দেশ বাঁচানোর জন্য কি এক রাত জাগবেন না? তবে দেখা হোক রাজপথে।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!