নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল বাম, কংগ্রেস ও ওয়েলফেয়ার পার্টি। সোমবার শহর কলকাতা ও পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে বিপুল জনসমাগম করে মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠল বাম-কংগ্রেস-ওয়েলফেয়ার পার্টি।
কলকাতায় অনুষ্ঠিত এই যৌথ আন্দোলনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক সুজন চক্রবর্তী, পলিটব্যুরোর সদস্য মহঃসেলিম, প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র, রাজ্য সভার এমপি প্রদীপ ভট্টাচার্য, ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভানেত্রী শাহাজাদী পারভিন, রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য জালালউদ্দিন আহমেদ, রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্যদ্বয় মামুন আকতার হোসেন, আবু তাহের আনসারী, সেখ মোজাফফর, রাজ্য নেত্রী মানোয়ারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে তমলুকের যৌথ প্রতিবাদে বাম-কংগ্রেসের জেলা নেতৃত্বের পাশাপাশি ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান উপস্থিত ছিলেন। এদিনের প্রতিবাদ সভা থেকে অভিযোগ করা হয়, তেল কোম্পানির মুনাফার স্বার্থে এবং বিজেপি সরকারের অতিরিক্ত আয়ের লক্ষ্যে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি করা হচ্ছে।