Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

লকডাউনে গরিবদের পাশে দাঁড়াল ওয়েলফেয়ার পার্টি! ১২৫টি পরিবার পেল চাল, ডাল, আলু, পিঁয়াজ, মুড়ি

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, তমলুক : এই মুহূর্তে করোনা ভাইরাসের কারনে জর্জরিত পুরো বিশ্ব। করোনা আতঙ্কের জন্য পুরো বিশ্বের সাথে সাথে থমকে রয়েছে ভারতবর্ষও। দিনের পর দিন করোনা আতঙ্ক বেড়েই চলেছে। এহেন পরিস্থিতিতে দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ হয়ে গিয়েছে সমস্ত কাজকর্ম। আর তাতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দুঃস্থ এবং খেটে খাওয়া মানুষেরা। এই দুর্বিষহ পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পূর্ব মেদিনীপুর জেলার উত্তর সোনামুই শাখা।

পার্টির পশ্চিমবঙ্গ শাখার জেনারেল সেক্রেটারি সারওয়ার হাসানের নেতৃত্বে বৃহস্পতিবার অসহায়দের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হল চাল, ডাল, আলু, মুড়ি ইত্যাদি খাদ্যসামগ্রী। ওয়েলফেয়ার পার্টির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১২৫টি পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিয়েছে ওয়েলফেয়ার পার্টির কর্মীরা।

Leave a Reply

error: Content is protected !!