Thursday, September 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কর্ণাটকে ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ ইয়েদুরাপ্পা প্রশাসনের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কর্ণাটকের চিকবাল্লাপুর জেলার হিরেনাগাভেলি গ্ৰামে জিলোটিক স্টিক বিস্ফোরণে মৃত্যু হল ৬ জনের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে , বনাঞ্চলের পাথর ভাঙার কাজে ব্যবহার করা হয়ে থাকে। জিলেটিন স্টিক গুলো নিয়ে আসার সঙ্গে সঙ্গে এই বিস্ফোরণ ঘটে। ঘটনা স্থলেই মারা যায় ৬ জন ১ জনের ঘটনা আশঙ্কাজনক। এই ঘটনা সঙ্গে জড়িত দু’জন কে গ্ৰেফতার করা হয়েছে । গুডিবন্দে থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।

ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ঘটনায় উচ্চপর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠিন শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন তিনি। ট্যুইটে ঘটনায় দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘কর্ণাটকে চিকবাল্লাপুরে বিস্ফোরণে প্রাণহানির ঘটনা দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি’।

অন্যদিকে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ডি কে শিব কুমার অভিযোগ তুলেছেন ইয়েদুরাপ্পা প্রশাসনের উদাসীনতার কারণেই এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছেন, একমাত্র লাইসেন্সধারীরাই এই জিলেটিন স্টিক নিয়ে কাজ করতে পারে। এই বিস্ফোরণে পিছনে কি কারণ এবং কোন অবৈধ কাজকর্ম চলছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Leave a Reply

error: Content is protected !!