Thursday, March 28, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

করোনা আক্রান্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গত ১৮ ফেব্রুয়ারি করোনা আক্রান্ত হন বিদ্যু মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উপসর্গ মৃদু হাওয়ার কারণে চিকিৎসকরা বাড়িতেই হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেন। বাড়িতেই পাঁচদিন হোম আইসোলেশনে থাকার পর হঠাৎই উপসর্গ বেশি দেখা দেয় ফলে মঙ্গলবার তাঁকে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, মন্ত্রীর শ্বাসকষ্ট শুরু হয়েছে। জ্বর ও গায়ে ব্যথা রয়েছে। পরিবার সূত্রের খবর, মন্ত্রীর স্লিপ ডিস্ক এর সমস্যা ছিল। সেজন্য গত ১৭ ফেব্রুয়ারি তিনি এসএসকেএম যান একটি ইনজেকশন নেওয়ার জন্য। তার একদিন পর থেকেই করোনার উপসর্গ দেখা যায় মন্ত্রীর শরীরে। ১৮ তারিখ তাঁর করোনা পরীক্ষা করানো হয়। মন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। ইতিমধ্যে তাঁর খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Leave a Reply

error: Content is protected !!