দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন বিএস ইয়েদুরাপ্পা। বেশ কিছু সময় ধরেই গুঞ্জন চলছিল। তার সমাপ্তি ঘটিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ৭৮ বছর বয়সী ইয়েদুরাপ্পা।
‘আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। মধ্যাহ্নভোজের পরে আমি রাজ্যপালের সঙ্গে দেখা করব,’ আজ সোমবার ইয়েদুরাপ্পা বিধানসভা প্রাঙ্গণে অশ্রুসিক্ত ভাষণে এ ঘোষণা দেন।
ইয়েদুরাপ্পা বলেন, ‘কেউ চাপ সৃষ্টি করেনি। আমি নিজে থেকেই এ সিদ্ধান্ত নিয়েছি যাতে অন্য কেউ এ দায়িত্ব নিতে পারে। পরবর্তী নির্বাচনে বিজেপিকে ফের ক্ষমতায় আনতে আমি কাজ করব।’
সম্প্রতি বিজেপির অন্দরে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল। তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন কর্ণাটক বিজেপি নেতাদের একাংশ। ক্ষমতা ধরে রাখতে মরিয়া ইয়েদুরাপ্পা দিল্লিতে গিয়েছিলেন। সেখানে মোদী, শাহ এবং নাড্ডাদের সঙ্গে দেখা করেছিলেন। সেইসময় পদত্যাগের কোনও সম্ভাবনাই নেই বলে জানিয়েছিলেন।