Friday, December 27, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‘মুঘলরা আমাদের হিরো নয়’, মন্তব্য করে আগ্রা জাদুঘরের নাম বদলে ফেললেন যোগী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যোগীরাজ্যে নামবদলের খেলা চলছেই। তাজমহলের শহর আগ্রায় তৈরি হচ্ছে মুঘল জাদুঘর। তবে তা মুঘল জাদুঘর নয়, ছত্রপতি শিবাজি মহারাজ জাদুঘর। সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন, আগ্রার মোঘল মিউজিয়ামের নাম বদলে করা হবে ছত্রপতি শিবাজি মহারাজ জাদুঘর।

একটি ভার্চুয়াল বৈঠকে এ কথা জানিয়ে যোগী বলেন, ‘‘মুঘলরা কখনও আমাদের হিরো হতে পারে না।’’ সেই সঙ্গে তিনি সদর্পে ঘোষণা করেন, ‘‘মানসিক দাসত্বের কোনও চিহ্ন বহন করব না।” ২০১৭ সালে ক্ষমতায় আসার পরে বেশ কয়েকটি জায়গার নাম বদল করেছেন যোগী। তাঁর জমানায় এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ।

 

1 Comment

  • তাজমহল তো মুঘলদের বানানো তাহলে কি সেটার ও নাম পাল্টে ফেলবে

Leave a Reply

error: Content is protected !!