Friday, November 22, 2024
দেশফিচার নিউজ

তিন তালাকে ক্ষতিগ্রস্ত নারীদের প্রতি বছর ৬ হাজার টাকা দেওয়া উচিত : যোগী আদিত্যনাথ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তিন তালাকের শিকার হওয়া প্রায় ৩০০ মুসলিম নারীর সঙ্গে দেখা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনউয়ে প্রধানমন্ত্রীর জন বিকাশ কার্যক্রম অনুষ্ঠানে গিয়ে ওই মুসলিম মহিলাদের সঙ্গে দেখা করেন তিনি। এসময় তাঁদের পাশে দাঁড়ানোর কথাও জানান যোগী আদিত্যনাথ।

তিন তালাক কিংবা নির্যাতনের শিকার নারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা করে যোগী আদিত্যনাথ বলেন, তিন তালাকের কারণে যেসব নারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং শ্বশুরবাড়ি ছাড়া হয়েছেন, তাদের প্রতি বছর ছয় হাজার টাকা দেয়া উচিত। যাতে তাদের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে। ভবিষ্যতে এটি তাদের পুনর্বাসনে সহায়তা করবে।

এদিন উত্তরপ্রদেশের মহিলাদের আর্থিক সুরক্ষা দিতে বছরে ৬ হাজার টাকা এবং বিনামূল্য আইনি সুরক্ষা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শিক্ষিত নারীদের সরকারি চাকরিতে নিযুক্ত করতে হবে এবং বিভিন্ন প্রকল্পের আওতায় তাদের আশ্রয় ও শিক্ষার ব্যবস্থা করা উচিত। এই সব নারীদের আয়ুষ্মান ভারত যোজনা বা মুখ্যমন্ত্রীর জন স্বাস্থ্য অভিযানেও আনা হবে।

Leave a Reply

error: Content is protected !!