Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

যোগীর গুন্ডারাজ! অখিলেশের দলের প্রার্থীকে মনোনয়ন পেশে বাধা, শাড়ি টেনে খুলে দিল বিজেপি কর্মীরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক:
উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলার কঙ্কালসার চেহারা ফের বেরিয়ে পড়ল। সমাজবাদী পার্টির হয়ে মনোনয়ন জমা দিতে গেলে এক মহিলা প্রার্থীর শাড়ি টেনে খুলে নেওয়া হল। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে বিষোদগার করেছেন অখিলেশ যাদব।

ঘটনাটি লখনউ থেকে ১৩০ কিমি দূরে লখিমপুর খেরি এলাকার। ব্লক পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দিতে যাচ্ছিলেন সমাজবাদী পার্টির মহিলা প্রার্থীটি। মনোনয়ন কেন্দ্রে ঢুকতে গেলেই তাঁর ওপর চড়াও হয় বিরোধী দলের কয়েকজন। মহিলাটির হাত থেকে কেড়ে নেওয়া মনোনয়ন পত্র। পুলিশ জানিয়েছে, নিজেদের দলের প্রার্থী যাতে বিনা বিরোধিতায় নির্বাচিত হতে পারে, সেই চেষ্টাই করছিল লোকগুলো। ‘লজ্জাজনক’ ঘটনাটির ভিডিও পোস্ট করে অখিলেশ যাদব বিজেপিকে আক্রমণ করেছেন। লিখেছেন, এরা যোগী আদিত্যনাথের ক্ষমতালোভী গুন্ডা।

ব্লক পঞ্চায়েত নির্বাচন ঘিরে শুধু এটাই নয়, আরও বহু জায়গায় অশান্তির সৃষ্টি হয়েছে। শনিবার ৮২৫ জন ব্লক প্রমুখ বা ব্লক পঞ্চায়েত প্রধানের নির্বাচন। তার আগে ইতিমধ্যেই যোগীর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ডজন খানেক সংঘর্ষের খবর এসেছে।

এ নিয়ে একটি ভিডিও সহ টুইট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাও। তিনি লেখেন, পিএম সাহেব এবং সিএম সাহেব এর জন্যও অভিনন্দন জানান যে আপনার কার্যকর্তারা কত জায়গায় বোমাবাজি, বন্দুকবাজি এবং পাথরবাজি করেছে, কত লোকের মনোনয়ন পত্র ছিনিয়ে নিয়েছে, কত সাংবাদিকদের পিটিয়েছে, কত জায়গায় মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে।

Leave a Reply

error: Content is protected !!