Thursday, April 18, 2024
Latest Newsদেশফিচার নিউজ

হাথরস কাণ্ডে বিদ্ধ যোগী! মেধা পাটকরের নেতৃত্বে প্রকাশ্যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরসের ধর্ষণকাণ্ড এবং হত্যার ঘটনায় আজ মেধা পাটকরের নেতৃত্বাধীন তথ্যসন্ধানকারী দল তাদের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট পেশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, হাথরস মামলায় অভিযুক্তদের আড়াল করে, গোটা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকার প্রবলভাবে সক্রিয়। উত্তরপ্রদেশের পুলিশ সম্পর্কে বিশদে অভিযোগ তোলা হয়েছে এই রিপোর্টে। বলা হয়েছে, ‘‘এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে ওই রাজ্যের পুলিশ অত্যন্ত সন্দেহজনক আচরণ করেছে। দেহটিকে ডিজেল দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরে বলা হয়েছিল, হিংসা এড়াতে নাকি ওই কাজ করা হয়েছে। এটা বিশ্বাসযোগ্য নয়।’’

 

রিপোর্টে আরও বলা হয়েছে, ‘‘নির্যাতিতার বাবাকে হাথরসের জেলাশাসক যে ভাবে প্রশ্ন করেছিলেন, তা থেকে স্পষ্ট সরকার এই মামলা ধামাচাপা দিতে মরিয়া। নির্যাতিতার বাবার উত্তর ঠিক ভাবে না শুনে, ওই ঘটনার পরের দিনই তাঁকে নির্দেশ দেওয়া হয় চিকিৎসা এবং তদন্ত নিয়ে সরকারের দাবি তাঁরা যেন মেনে নেন।’’ আজ সমাজকর্মী মেধা পাটকর, ম্যাগসাইসাই বিজেতা সন্দীপ পাণ্ডে, তথ্যের অধিকার সংক্রান্ত আন্দোলনকারী মনি মালা-সহ মোট ন’জনের একটি দল সাংবাদিক বৈঠক করে হাথরস কাণ্ডের এই রিপোর্ট পেশ করেছে।

Leave a Reply

error: Content is protected !!