দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সবাইকে চমকে দিয়ে জাপানে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী পদে থাকা শিনজো অ্যাবে সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেন। এবার জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন দেশের মুখ্য মন্ত্রিসভার সচিব ইওশিহিদে সুগা। সোমবার জাপানের শাসক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি বা এলডিপি–কে নেতৃত্ব দেওয়ার নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী ফুমিও কিশিদা এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা।
তিনজনের মধ্যে সুগা পেয়েছেন ৩৭৭টি ভোট, কিশিদা পেয়েছেন ৮৯টি ভোট এবং ইশিবা পেয়েছেন ৬৮টি ভোট। আগামী বুধবার পার্লামেন্টের নির্বাচনের পরই সুগাকে জাপান সরকারের নেতা হিসেবে ঘোষণা করবে পার্লামেন্ট। ভোটে জেতার পর সুগা বলেন, কোভিড মহামারীর আবহে জাপানের জাতীয় রাজনীতিতে রাজনৈতিক শূন্যতা একেবারেই কাম্য নয়।
শিনজো অ্যাবের দীর্ঘ দিনের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত সুগা তাঁর পূর্বসূরীর দেখানো পথে তাঁর নীতি অনুসরণ করেই চলবেন বলে জানিয়েছেন।