দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ক্রিকেটের মাঠে ইউসুফ পাঠানকে সবাই চেনে তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের জন্য। রাজনীতির ময়দানে নেমে প্রথম থেকেই যাতে তিনি পরিচিত ঢঙে চালিয়ে ‘খেলতে’ পারেন, তা প্রায় পাকা করে ফেলেছে বহরমপুরের তৃণমূল। ২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে তৃণমূলের জেলা কার্যালয়ে আসবেন ভারতের হয়ে দু’বার বিশ্বকাপ জেতা তারকা ক্রিকেটার ইউসুফ। তাই বহরমপুরে পা দেওয়া মাত্রই বড় আকারের জমায়েত করে ‘খেলা হবে’ স্লোগান তোলার পরিকল্পনা সাজানো হয়েছে দলের তরফে।
ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরও ইউসুফ আসতে পারেননি নিজ কেন্দ্র বহরমপুরে। শেষ পর্যন্ত ১০ দিন পর কেন্দ্রে আসছেন তিনি। নোটিস পাঠিয়ে ওই দিন নেতা-কর্মীদের উপস্থিতি আবশ্যিক ঘোষণা করেছে তৃণমূল। তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার রাজ্য স্তরের নেতা-নেত্রী থেকে অঞ্চল স্তরের নেতা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের ওই দিন বহরমপুরে জেলা কার্যালয়ে বাধ্যতামূলক ভাবে উপস্থিত থাকতে বলা হয়েছে। শুধু নেতারা এলেই হবে না, সঙ্গে নিয়ে আসতে হবে কর্মীদেরও। এমনই নির্দেশিকা পাঠানো হয়েছে জেলা চেয়ারম্যান ও সভাপতির পক্ষ থেকে।