দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লোকসভা ভোটের আগে লাগাতার ভাঙছে পদ্মশিবির। এ বার ঝাড়খণ্ডে বিজেপির ঘরে ভাঙন ধরাল কংগ্রেস। বুধবার দিল্লিতে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন সে রাজ্যের মান্ডু কেন্দ্রের বিধায়ক জয়প্রকাশ ভাই পটেল। কংগ্রেসে যোগ দিয়েই জয়প্রকাশের প্রত্যয়ী ঘোষণা ঝাড়খণ্ডের ১৪টি লোকসভা আসনেই জিতবে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। কংগ্রেস সূত্রে খবর, তিনি হাজারিবাগ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।