Monday, February 24, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

কাতার পৌঁছলেন ডাঃ জাকির নায়েক, বিশ্বকাপে প্রতিদিনই চলবে তার লেকচার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের ঢাকে কাঠি। বিশ্বসেরার মুকুট পরতে লড়াইয়ের ময়দানে ৩২টি দেশ। এমতাবস্থায় কাতারে দেখা মিলল ডাঃ জাকির নায়েকের! মালয়েশিয়া থেকে আরব দেশে উড়ে গিয়েছেন বিশ্বের অন্যতম ‘সুপার ইসলামিক স্কলার’। কাতারের সরকারি স্পোর্টস চ্যানেল আলকাসের সঞ্চালক ফয়সাল আল-হাজরি এই খবর জানিয়েছেন। তাঁর দাবি, বিশ্বকাপ চলাকালীন সময়ে সেদেশের বিভিন্ন জায়গায় ইসলামিক বক্তৃতা দেবেন জাকির।

ফয়সাল আল-হাজরি নিজের ভেরিফাই অফিসিয়াল ট্যুইটারে এক ট্যুইটের মাধ্যমে বিশ্বকাপের সময় জুড়ে জাকির নায়েকের লেকচারের কথা জানান। ওই পোস্টের বরাতে আল আরাবিয়া আরও জানায়, জাকির নায়েকের লেকচার প্রতিদিন চলবে। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে জাকির নায়েকের ভক্ত অনুরাগী। তরুণ প্রজন্ম ও প্রায় সব বয়সীদের মাঝে তিনি জনপ্রিয়। মূলত আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ধর্ম ও বস্তুগত বিষয়ের সঙ্গে ইসলামের তুলনামূলক ব্যাখ্যা ও আলোচনার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান ডাঃ জাকির নায়েক। বিজ্ঞান ও ইতিহাসের উদ্ধৃতি দিয়ে তার আলোচনাও শ্রোতাদের আকৃষ্ট করতে সক্ষম হয়।

Leave a Reply

error: Content is protected !!