Wednesday, March 12, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‛যে খবরে বেশি টাকা পাওয়া যায়, আমরা সেই খবরই দেখায়’ – ভাইরাল সুধীর চৌধুরীর ভিডিও

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পাঠকদের সামনে কোনও খবর উপস্থাপন করার আগে সেই খবরের সত্যতা যাচাই করা সাংবাদিক এবং মিডিয়া হাউসের দায়িত্ব। তবে দুঃখের বিষয় যে, করোনার মতো মহামারী যখন গোটা বিশ্বকে শেষ করে দিচ্ছে তখনও মিডিয়া হাউসগুলি তাদের টিআরপি বাড়ানোর উপায় বজায় রেখেছে। এই মুহুর্তে তাদের সকল গুজব এবং মিথ্যা সংবাদ সম্পর্কে জনগণকে দায়িত্বের সাথে সতর্ক করা উচিত। কিছু বড় নিউজ চ্যানেল এবং সংবাদপত্রগুলি তাদের দর্শকদের এবং পাঠকদের কাছে লাগাতার মিথ্যা পরিবেশন করে চলেছে।তাদের কর্মকাণ্ড মিডিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে দিয়েছে।

এই কঠিন সময়ে পুলিশের কাজও বেড়ে গিয়েছে। লকডাউনের পাশাপাশি পুলিশকে গণমাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা সামলানোর অতিরিক্ত কাজও করতে হচ্ছে। সাহারানপুর পুলিশের পরে এখন ফিরোজাবাদ পুলিশও জি নিউজ নামের একটি বড় নিউজ চ্যানেলকে সতর্কতা জারি করেছে। জি নিউজের সুধীর চৌধুরীকে কে না চেনে? তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এটি কবেকার এবং কোথাকার ভিডিও, তার কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে এই ভিডিওতে সুধীর নিজেদেরই ডিএনএ করছেন। সত্য কথা বলতে গিয়ে, সুধীর চৌধুরী বলেন, ‛আমরা এমন সংবাদ পরিবেশন করি, যেখান থেকে আমরা বেশি অর্থ পাই।’ মিডিয়া আর মিডিয়ার পর্যায়ে নেই, এটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। দেখুন তাঁর সম্পূর্ণ বক্তব্য –

Leave a Reply

error: Content is protected !!