দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপিতে মোহভঙ্গ! লাল মাটির জেলা বাঁকুড়ার ইন্দাস ব্লকে প্রায় ১১০০ বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। সূত্রের খবর, জেলা তৃণমূল ভবনে এই যোগদান পর্ব সম্পন্ন হয়েছে। তৃণমূলে ফেরা কর্মীরা বলেন, স্থানীয় তৃণমূল নেতা রবিউল হোসেনের দুর্নীতির কারণেই তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁকে পদ থেকে সরানোয় আবার তাঁরা তৃণমূলে ফিরেছেন।
জেলা বিজেপি নেতৃত্ব এবং দলের সাংসদ সৌমিত্র খাঁ অবশ্য এই দলবদলের দাবি মানতে চাননি। সৌমিত্র খাঁ-এর দাবি তৃণমূলের লোক তৃণমূলেই যোগ দেওয়াচ্ছে। এ এক অদ্ভুত ব্যাপার। এদিকে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি মন্ত্রী শ্যামল সাঁতরা বিজেপির বিরুদ্ধে সন্ত্রাস তৈরির অভিযোগ করেছেন। পাশাপাশি নিজের দলে গোষ্ঠীদ্বন্দ্বের খবরও অস্বীকার করেছেন।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন