Thursday, March 28, 2024
দেশফিচার নিউজ

ফলাফল দেখে শিক্ষা নেওয়া উচিত, মানুষ ঔদ্ধত্য পছন্দ করে না – বিজেপিকে কটাক্ষ শিবসেনার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রে ২০০-র বেশি আসন জয়ের ব্যাপারে আশাবাদী ছিল বিজেপি-শিবসেনা জোট। কিন্তু বাস্তবে বিজেপি ১০৫ টি ও শিবসেনা ৫৬টি আসন পেয়ে জোটের মোট আসন এসেছে ১৬১টি। এই পরিস্থিতিতে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তাঁরই জোটসঙ্গী শিবসেনা। শিবসেনার মুখপত্র ‘সামনা’-য় বলা হয়েছে, এবার ভোটে কেউ ‘মহা জনাদেশ’ পায়নি। বরং ভোটের আগে যারা ঔদ্ধত্য দেখিয়েছিল, তারা শিক্ষা পেয়েছে।

সামনা-র সম্পাদকীয়তে বলা হয়েছে, ‛এই ফলাফল দেখে শাসকদের শিক্ষা নেওয়া উচিত। মানুষ ঔদ্ধত্য পছন্দ করে না। যারা নিজেদের দল ভেঙে অন্য দলে যায়, তাদেরও পছন্দ করে না।’ প্রসঙ্গত, ভোটের আগে বিজেপি এনসিপি থেকে কয়েকজনকে ভাঙিয়ে নিয়েছিল। সামনা-য় শরদ পওয়ারের প্রশংসা করে বলা হয়েছে, মনে হচ্ছে, তিনি দেবেন্দ্র ফড়নবিশের তুলনায় বেশি শক্তিশালী। মহারাষ্ট্রে এনসিপি ৫০ এর অধিক আসন দখল করেছে। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ৪৪ টি আসন।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!